ঢাকা : লতিফ সিদ্দিকীকে নিয়ে সরকার নতুন নাটক করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে জঙ্গিবাদ ও মৌলবাদকে উস্কে দিতেই সরকার লতিফ সিদ্দিকীকে নিয়ে নতুন নাটক কছে।
ফখরুল বলেন, লতিফ সিদ্দিকীর পরিবারের অন্য সদস্যরা বলছে, লতিফ সিদ্দিকী দেশে ফিরেছেন কিনা তা তারা জানেন না। তাই লতিফি সিদ্দিকী দেশে ফিরেছেন কিনা তা জাতি জানতে চায়।
তিনি বলেন, লতিফ সিদ্দিকী দেশে ফিরে থাকলে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না?
ফখরুল বলেন, আমরা সুস্পষ্টভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই লতিফ সিদ্দিকী কোথায় আছেন, তিনি কীভাবে দেশে এলেন? আমাদের তা জানাতে হবে।
লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে হলে স্পিকারের অনুমতি লাগবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সোমবার জাতীয় সংসদের স্পিকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাকে গ্রেফতার করতে হলে তার পারমিশন লাগবে না।
মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, যদি লতিফ সিদ্দিকী দেশে ফিরে থাকেন তাহলে দ্রুত তাকে গ্রেফতার করা হবে।