‘এটা আসলেই খুব বড় চ্যালেঞ্জ’

Slider খেলা

79586_s3

আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে খেলছি ৬ বছর পর। ২০১১তে এখানে ওয়ানডে সিরিজ খেলেছিলাম আমি। আর আমরা এখানে সর্বশেষ টেস্ট খেলেছি দীর্ঘ ১১ বছর আগে। এখানে ফিরে দারুণ লাগছে- গতকাল সংবাদ সম্মেলনের শুরুতে এসব বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। আগের দিন ঢাকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ডারউইনে স্টিভেন স্মিথ বলেন, সিরিজে টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জের মুখে পড়বেন তারা। গতকাল মিরপুরেও একই কথা বলেন অজি অধিনায়ক। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গতকাল মিরপুর শেরে বাংলা মাঠের সম্মেলন কক্ষে স্টিভেন স্মিথ বলেন, গত রাতে (শুক্রবার) আমরা ঢাকায় পৌঁছেছি। এখানে এসে খুব ভালো লাগছে। আমরা এ সফর নিয়ে রোমাঞ্চিত এবং আমাদের জন্য এটি হবে চ্যালেঞ্জিং এক সফর। ঘরের মাঠে বাংলাদেশ খুবই দারুণ খেলছে। আশা করি আবহাওয়া খেলার অনুকূলে থাকবে এবং এই টেস্ট সিরিজে আমরা ভালো ক্রিকেট দেখতে পাবো। গতকাল অনুশীলন করেনি অস্ট্রেলিয়া দল। মিরপুরে সংবাদ সম্মেলন শেষে তারা ফিরে যান হোটেলে। বাংলাদেশের বৃষ্টির মৌসুমের কথাও মাথায় রয়েছে স্মিথদের। টানা বৃষ্টিতে এখানে উইকেটের আচরণটা কেমন হবে এ নিয়েও রয়েছে তাদের চিন্তা। অজি অধিনায়ক বলেন, প্রথম টেস্টে পিচের অবস্থা কেমন দেখবো তা আমরা নিশ্চিত নই। এখানে বৃষ্টি হলে কিউরেটর মাঠ প্রস্তুত করতে ঠিক কতটা সময় নেবেন আমরা জানি না। স্মিথ বলেন, আমার মনে হয় স্পিন সহায়ক উইকেটই পাবো আমরা যেমনটি পেয়েছিলাম ভারত সফরে। আশা করি সেই অভিজ্ঞতা এখানে কাজে দেবে। গত বছর সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় নিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ। স্টিভেন স্মিথ বলেন, ‘আমি মনে করি এটা খুবই চ্যালেঞ্জিং এক সিরিজ হবে। বেশি দিনের কথা নয়, এখানে তারা ইংল্যান্ডকে হারিয়েছে। তাই আমরা এটাকে আসলেই খুব বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি। আমরা জানি এখানে আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। উপমহাদেশের কন্ডিশন আমাদের কাছে সবসময়ই অপরিচিত। আমরা যেমনটি দেখে অভ্যস্ত তার চেয়ে এখানে কন্ডিশন একবারে আলাদা।’ মিরপুরে আগামী ২৭শে আগস্ট মাঠে গড়াচ্ছে  সিরিজের প্রথম টেস্ট। এশিয়ার মাটিতে শেষ ১১ বছরে মাত্র দুই টেস্টে জয় দেখেছে অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *