চলতি বছরেই তৃতীয়বারের মতো ক্যালিফোর্নিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার কর্মসূচি বেশ জোরেশোরে শুরু হয়ে গেছে। এর আগে দুটি প্রচেষ্টা ব্যর্থ হলেও হাল ছাড়ছেন না উদ্যোক্তারা।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া কর্মসূচি ‘ব্রেক্সিট’র আদলে আমেরিকা থেকে ক্যালিফোর্নিয়া রাজ্যের বের হয়ে যাওয়ার এ কর্মসূচির শিরোনাম দেয়া হয়েছে ‘ক্যালেক্সিট’।ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেনারেল জেভিয়ার বেসেরার কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা জমা দেয়া হয়েছে। এতে ২০১৮ সালে স্বাধীনতার দাবিতে ক্যালফোর্নিয়ায় একটি গণভোটের আয়োজন করার কথা বলা হয়েছে। প্রস্তাবনাটি গৃহীত হলে ১৮০ দিনের মধ্যে আয়োজকদের ছয় লাখ স্বাক্ষর সংগ্রহ করতে হবে। সূত্র : মার্কুরি নিউজ