রাজনীতিতে জাপা (জাতীয় পার্টি) এখন ফ্যাক্টর বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার নন্দীবাজরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে এক সমাবেশে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, রাজনীতিতে জাপা এখন ফ্যাক্টর। বিএনপি আমাদের উপর অনেক নির্যাতন করেছে। কিন্তু তাদের এখন করুণ অবস্থা।
আগামীতে জাপা ছাড়া নির্বাচন করার মতো আর কোনও দল নেই বলেও মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি।
জেলা জাপার সভাপতি ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও একান্ত সচিব মেজর খালেদ প্রমুখ।