বঙ্গবীর———————- ওমর অক্ষর

Slider সাহিত্য ও সাংস্কৃতি

20800006_1093250857471844_3964212626058755591_n

 

 

 

 

 

 

 

_____________বঙ্গবীর
ওমর অক্ষর

দিনমনি আড়াল পড়েছিল
ঝড়ন্ত মেঘের প্রান্তে
নিপীড়নে কালো ছায়া থাকবে দেশে
যা চাইনি সে মানতে।

একুশটি মুক্তির মন্ত্র নিয়ে
জাগিয়েছিল বাঙালিক প্রতিশ্রুতি দিয়ে
প্রতিটি ধারে করেছিল নির্বাচনের জাহির-
হাজার কঠোরতার ভিরে
পরাধীনতার বুক চিরে
উচ্চ শিরে লীগের হাল ধরেছিল সে বঙ্গবীর।

আগর তলার ঝড়ন্ত মামলার ছুবলে
সেও পড়েছিল অপশক্তির কবলে
অমানুষিক ও অমানবিক নির্যাতনেও
নত করেনি শির-
গোলটেবিলে মীমাংশের আশ্বাস
বীর বলেছিল বন্ধী অবস্থায় টেবিলে
ফেলিব না শ্বাস
আর এই মুক্তি দলের সকলের।

ভঙ্গ করে একশত চুয়াল্লিশ ধারা
জেল নেতাকে আনলো যারা
তারাই সংগ্রাম পরিশোধের পাত্র-
যারা এগার দফা দাবি আনে
যার রুপনিয়েছিল গণভূথানে
তারাই তীব্র সংগ্রামী ছাত্র।

মানেনি জনতা কারফিউ
রাজপথে বদনে ধবনি বৈরী তাড়াও
করে নির্মমভাবে পাঁচটি বিভাগ
রক্তের লালে লাল-
আর নয় তিক্ত স্বাদ
সময় এসেছ করিবার আঘাত
যার যা কিছু আছে তা নিয়ে
জীবন বাজি রেখেছিল।

সে সাহসী বীর
মোদের বঙ্গশীর
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-
তার স্মৃতির তরে
অনাবীল সালাম ঝরে
মহা স্মরনীয় হয়ে থাকবে তার
পবিত্র অবদান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *