হঠাৎ এক রক্ষী উন্মত্ত অবস্থায় গুলি চালাতে শুরু করলে লুটিয়ে পড়েন চার সেনাকর্মী। দক্ষিণ তেহরানের একটি বিমান ঘাঁটিতে এমন দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জঙ্গি হামলার খবর এলেও পরে জানা যায়, এক উন্মত্ত রক্ষী মানসিক ভারসাম্য হারিয়ে তার সহকর্মীদের গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট জন। পরে গ্রেফতার করা হয়েছে ওই রক্ষীকে। শুরু হয়েছে তদন্ত। এ খবর জানাচ্ছে ইরানের সরকারি সংবাদ মাধ্যম।
এদিকে সীমান্তে জঙ্গি হামলার ছক বানচাল করা হয়েছে- এমনই দাবি করেছে ইরানি সেনাবাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী আজারবাইজান সীমান্তের একটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সীমান্ত পেরিয়ে ইরানে ঢুকে নাশকতার চেষ্টা করেছিল জঙ্গিরা।