কোটালীপাড়ায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো ৭শত শিক্ষার্থী

Slider নারী ও শিশু

photo-3
এম আরমান খান জয়,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের ৭শত শিক্ষার্থী। রবিবার কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন চত্ত্বরে স্থানীয় প্রেসক্লাবের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির সহযোগিতায় ‘মাদক ও বাল্যবিয়েকে না বলুন’ শীর্ষক সমাবেশের মধ্যে দিয়ে এ লাল কার্ড দেখানো হয়। প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির ম্যানেজার অনন্ত চাকমা, কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *