শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স হতাশা প্রকাশ করেছেন দেশটির সাবেক তারকা মুত্তিয়া মুরালিধরন। সাম্প্রতিক সময়ে লঙ্কান দলের বাজে পারফরমেন্সের জন্য তরুণদের পারফর্ম না করতে পারা এবং অস্থিতিশীল কম্বিনেশনকে দায়ী করেছেন স্পিন গেট মুরালিধরন।
নিজেদের ক্রিকেট ইতিহাসে সম্প্রতি নিজ মাঠে দুর্বল জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারার পর এই মুহূর্তে মারাত্মক সংকটে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। জিম্বাবুয়ের জন্য গত আট বছরে বিদেশের মাটিতে প্রথম সিরিজ জয়ও ছিল এটা।
ওয়ানডে র্যাংকিংয়ের ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ের কাছে সিরিজ হারার পর তিন ফর্মেটেরই অধিনায়কত্ব ছাড়েন এ্যাঞ্জেলো ম্যাথুজ।
মুরালিধরন বলেন, শ্রীলঙ্কার মাটিতে আমরা প্রথমবার জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছি। অর্থাৎ আমরা ভালো খেলছিনা। তিনি দুঃখ করে বলেন, আমাদের মেধা আছে তবে এই মুহূর্তে অনেক সিনিয়র খেলোয়াড় অবসরে চলে গেছেন। দলের তরুণ খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করছে না। অনেকেই খেলছে এবং প্রতিবারই দলে পরিবর্তন আনা হচ্ছে।