যাত্রীর প্রায় ২ লক্ষ টাকা ফেরত দিলেন রিক্সা চালক!

Slider গ্রাম বাংলা
যাত্রীর প্রায় ২ লক্ষ টাকা ফেরত দিলেন রিক্সা চালক!

যাত্রীর ফেলে যাওয়া প্রায় ২ লক্ষ টাকা পেয়েও লোভ করেননি রিক্সা চালক ফয়সাল। টাকাগুলো ফেতর দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। ঘটনাটি বান্দরবানের লামা উপজেলায়।

জানা যায়, শুক্রবার সকালে বান্দরবানের লামা বাজারের সুজন লাইব্রেরীর মালিক জোবায়ের তার দোকানের বই কিনতে ১ লাখ ৮৬ হাজার টাকা নিয়ে চকরিয়াতে যাওয়ার উদ্দেশে ফয়সালের রিকশায় উঠেন। সেখান থেকে রিক্সাযোগে লামা জীপ ষ্টেশসে যান।

রিক্সা থেকে নেমে জোবায়ের রিক্সা চালক ফয়সালকে রিকশা ভাড়া বাবদ ১০ টাকা পরিশোধ করলে ফয়সাল স্থান ত্যাগ করে। পরবর্তীতে ফয়সাল তার রিকশায় একটি পলিথিন ব্যাগ লক্ষ করেন। ব্যাগটি খুলে দেখেন ব্যাগে ১ লাখ ৮৬ হাজার টাকা।

এরপর সকাল ১১ টার দিকে লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাজার সেক্রেটারী জাপান বড়ুয়া, লামা অটো রিক্সা মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দিন, সেক্রেটারী ইউছুপসহ অন্যান্যদের উপস্থিতিতে ফয়সাল জোবায়েরের হাতে টাকা গুলো তুলে দেন। পরে জোবায়ের খুশি হয়ে রিক্সা চালক ফয়সালকে ৫ হাজার টাকা পুরস্কার দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *