ভারতের রাষ্ট্রপতি হিসেবে গতকাল মঙ্গলবার শপথ নেন ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ। পরদিন অর্থাৎ আজ বুধবার নিজ ভবনে গিয়ে অফিস শুরু করেছেন ক্ষমতাসীন বিজেপি জোট থেকে নির্বাচিত হওয়া দেশটির ১৪তম এই রাষ্ট্রপতি।
এর আগে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত। এর তিনদিন পর ২০ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার অনুপ মিশ্র রামনাথ কোবিন্দকে জয়ী বলে ঘোষণা দেন।
মোট ভোটের ৬৫.৬৫ শতাংশ পান বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট এনডিএর প্রার্থী কোবিন্দ। অন্যদিকে কংগ্রেসসহ বিরোধী দলগুলোর জোটের প্রার্থী লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার পান ৩৪.৩৫ শতাংশ ভোট।