শাকিবের সঙ্গে কাজ করবে না চলচ্চিত্র পরিবার

Slider বিনোদন ও মিডিয়া

sakibচিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘নতুন এবং পুরাতন’ কোনো ছবির শুটিংয়ের কাজে বাংলাদেশ চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের কোনো সদস্য অংশগ্রহণ করবে না বলে জানানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় চলচ্চিত্র পরিবারের এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সংগঠনের আহ্বায়ক অভিনেতা আকবর হোসেন পাঠান ওরফে ফারুক ও সদস্য সচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিত্রনায়ক শাকিব খান সংশ্লিষ্ট সকল চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত ২৩ জুন এক যৌথ সভায় বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের বিভিন্ন সংগঠনের আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয়েছে যে, যৌথ প্রযোজনা নিয়ে শাকিব খান বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুকসহ অন্যদের উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন সেটা গুরুতর অপরাধ। যার প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে। ’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *