শাবিপ্রবিতে ১৯ রামদা-পিস্তলসহ ১৭ ছাত্রলীগ কর্মী আটক

টপ নিউজ

SUST_logo_930338612সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সংঘর্ষের ঘটনায় ১৭ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি পিস্তলসহ ১৯টি রামদা উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বিভিন্ন বাসায় পৃথকভাবে অভিযান চালানো হয়। এরমধ্যে কোতয়ালি থানা পুলিশ ১২ জনকে এবং জালালাবাদ থানার পুলিশ আরও ৫জনকে আটক করেন।
এদিকে সংশ্লিষ্টরা জানান, আটক হওয়াদের মধ্যে সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এরমধ্যে শ্রীকান্ত দাস, জয়ন্ত দাস, এমদাদুল হক, বেলাল আহমদ ও নাঈম আহমদের নাম জানা যায়।
বাকি ১২ জনের নাম জানাতে পারেনি পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে শাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক ছাত্রের মৃত্যু হয়। ঘটনা সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের হামলায় ইব্রাহিম নামে এক পুলিশ কনস্টেবল আহত হন।
এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাতনামা ২৪০ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নান, জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন।
এ দিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *