এলো খুশির ঈদ

Slider জাতীয়

71557_eid copy

 

 

 

 

ঢাকা: পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ সারা দেশে পালিত হবে ঈদুল ফিতর। চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলিমরা সোমবার ঈদুল ফিতর উদযাপন করবেন। এদিকে শনিবার (২৪শে জুন) সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। ফলে আজ রোববার দেশটিতে উদযাপিত হয় ঈদুল ফিতর। এছাড়া গতকাল ঈদ পালিত হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায়।

ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫ টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলোর সময় সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী মুহিবুল্লাহিল বাকী নদভী। দ্বিতীয় জামাতের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। তৃতীয় জামাতে ইমামতির দায়িত্বে থাকছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম। চতুর্থ জামাতের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমীর ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জাকির হোসেন। পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতী হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *