তোমার আমার ছেলেমেয়ে দামি জামা পড়ে,
ফিরনি পায়েস মাংস পোলাও রাধো তোমার ঘরে।
সস্তা মোটা পোষাক কেনা ঈদে যাদের হয় না,
যাদের ঘরে অভাব সদা সাদা ভাতও রয় না;
তাদের তরে হাত বাড়িয়ে ভালোবাসা দাও না,
একটু স্নেহ আদর দিয়ে বুকে তুলে নাও না।
তোমার ঘরের গিন্নী এবার সোনার একটা চেন চায়,
খবর নেয়না প্রতিবেশীর অনাহারেও দিন যায়।
গর্জিয়াস এক দামি শাড়ি এবার ঈদে চাই তার,
হাই-হিল ইতালিয়ান জুতা জোরেশোরে আবদার।
মডেলটা চেঞ্জ করতে হবে সেকেলে গাড়িটার,
নতুন করে রং লাগাবে বনানীর বাড়িটার।
দ্বারে দ্বারে ঘুরে যারা যাকাত-ফিতরা মাগে,
তাদের তরে বিত্তবানদের ক’জনার মন জাগে?
আপনারে লয়ে যেজন বিভোর থাকে নিতি,
গরীবের হক লুটেপুটে গড়েছে সংস্কৃতি;
সেই অধমের ধনে থুথু ধিক তারে শত ধিক,
যে ধন গোরে সর্প হবে প্রভু আমায় নাই দিক!
ধনি-গরীব মিলেমিশে এক হোক ঈদের সুখটা,
কোলাকুলি করি চলো বুকে মিলাই বুকটা।
এসো সবে পণ করি আজ দুখীর দোসর হবো,
অনাহারি অসহায়দের সদা পাশে রবো।
মানব প্রেমে মানবতা হবে পাকাপোক্ত,
ঈদের মতোই সারাজীবন প্রেমে অনুরক্ত।
রচনাঃ ২২ জুন, ২০১৭।