এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারক বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন (শুক্রবার) ঠাকুরগাঁও জেলাজুড়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
বেলা সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন বাবুর উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাদেক কুরাঈশী, সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সহ-সভাপতি মো. মানিক মিয়াসহ আরও অনেকে।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচিসমূহে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।