এম আরমান খান জয়,গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলÿে হত দরিদ্রদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন করান।
মঙ্গলবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন পরিষদে এই অনুষ্ঠানের প্রস্তুতি মূলক কার্যক্রম শুরু করেন পাটগাতী ইউনিয়নের চেয়ারম্যান মিলন মোলøা।
অনুষ্ঠানে উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মো¯Íফা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউলøাহ।
এ সময় ত্রাণ বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল হক (ওসি), এস আই মুজিবুর রহমান, ইউপি সদস্য আসলাম শেখ, আসলাম সরদার, মাহামুদুল হক বিশ্বাস, মোঃ জাবের বিশ্বাস ও গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের টুঙ্গিপাড়া শাখার সভাপতি এ, জেড, আমিনুজ্জামান (রিপন) ও মহাসচিব ইমরান শেখ। বিতরন অনুষ্ঠানে অনুষ্ঠানে সর্বমোট ১২৬৯ পিস শাড়ি ও লুঙ্গি হত দারিদ্রদের মাঝে বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দির্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।