বগুড়ায় বিএনপির উদ্যোগে তিন জোড়া এতিম ছেলেমেয়ের বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে এতিমদের বিয়ের আয়োজন করা হয়। আজ বগুড়া শহরের ছিলিমপুরস্থ নাজ গার্ডেনে অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়। প্রত্যেকের এক লাখ টাকা দেন মোহর ধার্য্য করে নগদ দেয়া হয়েছে এক হাজার টাকা ও একটি নাকফুল। এ ছাড়া জেলা বিএনপি ও আমন্ত্রিত অতিথিগণ নবদম্পতিদেরকে উপহার হিসেবে নগদ টাকা ও প্রাইজবন্ড প্রদান করেন। বিয়েতে তিন শতাধিক অতিথিকে আপ্যায়িত করা হয়।
বিয়েতে বর কনে ছিলেন, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ডিমলা পদুমশহর এলাকার মৃত মাসুদের ছেলে মারুফ বিল্লাহর সঙ্গে বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়ার মৃত মুসা প্রামাণিকের মেয়ে মনিষা মায়া, বগুড়ার শাজাহানপুর উপজেলার সোনাইদীঘি মধ্যপাড়ার আবুল কাদেরের ছেলে আল-আমিনের সঙ্গে শেরপুর উপজেলার দড়িপাড়ার মৃত বাবু সরকারের মেয়ে রুমা আক্তার এবং কাহালু উপজেলার পাইকড় গ্রামের জালাল প্রামানিকের এর ছেলে হাবিবুর রহমানের সাথে একই উপজেলার শিকড় গ্রামের মৃত সোবহানের মেয়ে কলমী খাতুনের বিয়ের কাজ সম্পন্ন করা হয়।
