গোবর-গোমূত্রে তৈরি সাবান, শ্যাম্পু বিক্রি করবে আরএসএস

Slider বিচিত্র

045111cow_rss_pic

 

 

 

 

এবার গোবর, গোমূত্র দিয়ে তৈরি সাবান, ফেসপ্যাক বাজারে আনতে চলেছে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস৷ পাশাপাশি বাজারে আসতে চলেছে মোদি কুর্তা, যোগী কুর্তাও৷ আরএসএস-এর নিজস্ব ল্যাবরেটরিতে তৈরি এইসব সামগ্রী খুব তাড়াতাড়ি অনলাইনে কিনতে পারবেন দেশটির আগ্রহী ক্রেতারা৷

জানা গিয়েছে, মথুরার ফারাহ এলাকায় দীনদয়াল ধামের একটি ফার্মাসিউটিক্যাল ল্যাবে গোবর, গোমূত্র থেকে তৈরি করা হচ্ছে ওষুধ, সাবান, ফেসপ্যাক৷ এখন দীনদয়াল ধাম ও আরএসএস-র ক্যাম্পে এই বিভিন্ন সামগ্রী বিক্রি করা হচ্ছে৷ মধুমেহর ওষুধের নাম দেওয়া হয়েছে কামধেনু মধুনাশক চুর৷

বাতের ব্যথার জন্য রয়েছে তেল, এছাড়াও পাওয়া যাচ্ছে শ্যাম্পু, সাবান, আই ড্রপ, ছানির ওষুধ, টুথপেস্ট, ধূপ, সর্দিকাশির ওষুধ কাফসুধা ও ফেসপ্যাক৷ দীন দয়াল ধামের ডেপুটি সেক্রেটারি মণীশ গুপ্ত জানিয়েছেন, এইসব সামগ্রী বিক্রি করার জন্য বিভিন্ন অনলাইন পোর্টালের সঙ্গে কথা চলছে৷

জানা যায়, মথুরার ফারাহ এলাকায় দীনদয়াল ধামের গোশালায় এখন ৫০টি গরু রয়েছে৷ প্রতিদিন সেখান থেকে গোমূত্র ও গোময় সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়৷ পরে বিভিন্ন সামগ্রী তৈরিতে প্রয়োজন মতো তা ব্যবহার করা হয়৷ দীনদয়াল ধামের ওই ফার্মাসিউটিক্যাল ল্যাবে কর্তৃপক্ষ বলেছে, এসকল সামগ্রী তৈরিতে কোন প্রকার রাসায়নিক ব্যবহার করা হয় না৷

আরএসএস-র জানিয়েছে, স্থানীয় বাজারে ইতিমধ্যেই বিভিন্ন সামগ্রী বিপুল চাহিদা তৈরি হয়েছে৷ অনলাইনে বিক্রি করা শুরু হলে, সারা বিশ্বের লোক এইসব সামগ্রী ব্যবহার করে উপকৃত হবেন৷

সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *