শ্রীপুরে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

Slider ঢাকা

 

10917893_1586310234843177_2785436532876773338_n

 

 

 

 
রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ঋণের চাপে ও পাওনা ধারদের অপমান সহ্য করতে না পেরে এক যুবক আত্মহত্যা করেছে।
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. রফিকুল ইসলাম (৩০)। সে স্থানীয় ভিটিপাড়া গ্রামের মৃত সরুজ মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রফিক পেশায় ছিল একজন নরসুন্দ। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলাবাজারে এক সেলুনে কাজ করতো। অর্থনৈতিক অবস্থা মন্দ থাকায় উপার্জনের টাকা দিয়ে সংসার চালাতে কষ্টসাধ্য হয়ে উঠে। তখন স্থানীয় লোকজনদের কাছ থেকে ধারদেনা করেই সংসারের অভাব অনটন মেটায়। ধারদেনা করতে করতে এক পর্যায় দেনার টাকা দিতে হিমশিম খাচ্ছিল রফিক। এদিকে, পাওনা ধাররাও ঋণের টাকা পরিশোধ করতে নানা ভাবে অপমান করে টাকা দিতে চাপ প্রয়োগ করছিল তাকে। পাওনা ধারদের অপমান সহ্য না করতে পেরেই সে আত্মহত্যা করেছে বলে তাদের ধারণা।
নিহত যুবকের ছোট ভাই আশরাফুল ইসলাম জানান, প্রতিবেশী সুরুজ মিয়ার কাছ থেকে ৩৫ হাজার টাকা ষ্ট্যাম্প করে নিয়েছিল তার বড় ভাই। এরকম আরো অনেকের কাছ থেকেও টাকা ধারদেনা করেছিল।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *