বাজেট পেশ শুরু

Slider অর্থ ও বাণিজ্য জাতীয়

67901_masud

 

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার সংসদের অধিবেশন শুরু হয়। এরপরই তিনি বাজেট বক্তৃতা শুরু করেন। এ নিয়ে টানা ৯ বারসহ মোট ১১তমবারের মতো জাতীয় বাজেট পেশ করছেন মুহিত।
এর আগে জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলায় মন্ত্রিসভা কক্ষে বিশেষ বৈঠকে বাজেট ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন। প্রস্তাবিত বাজেটের এই ব্যয় বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটের চেয়ে ১৭ শতাংশ এবং সংশোধিত বাজেটের ২৬ চেয়ে শতাংশের বেশি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *