ভাগ্যে বদলে গেল এসএসসি তে জিপিএ প্লাস পাওয়া তামান্নার

Slider ঢাকা শিক্ষা

18816260_1391805444200204_1051334628_n

 

 

 

 

 

 

 

মাসুদ পারভেজ কাপাসিয়া( প্রতিনিধি) বিভিন্ন গণমাধ্যমে উচ্চ শিক্ষা নিয়ে শঙ্কিত জিপিএ প্লাস পাওয়া তামান্নার সংবাদ প্রকাশ পাওয়ার পর গাজীপুরের জেলা প্রশাসক ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবিরের নির্দেশে মেধাবী ছাত্রী তামান্নার উচ্চ শিক্ষার দায়িত্ব নিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকসুদুল ইসলাম। তরগাও ইউনিয়নের মৈশন গ্রামের তাজ উদ্দিনের মেয়ে তামান্না। তার নানা বাড়ী দিগধা গ্রামে, তামান্নার বয়স যখন আঠার মাস তখন তার মা বাবার ছাড়াছাড়ি হয়ে যায় তার পর থেকেই সে তার মা এমিলির সাথে নানা বাড়ী তে থেকে লেখাপড়া করেন সে চলতি বছর ফকির সাহাবুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষা দিয়ে জিপিএ ফাইভ পায় কিন্তু অর্থাভাবে সে তার উচ্চ শিক্ষা নিয়ে শঙ্কিত হয়ে পরেন বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হলে বিষয়টি গাজীপুর জেলা প্রশাসকের নজরে আসলে তিনি কাপাসিয়ার নির্বাহী অফিসার মোঃ মকসুদুল ইসলাম কে মেধাবী ছাত্রী তামান্নার লেখাপড়ার যাবতীয় ব্যয়ভার বহন করার নির্দেশ দেন। সে সুবাদে গত কাল সোমবার নির্বাহী অফিসার মেধাবী ছাত্রী তামান্নার নানা বাড়ী দিগধা গ্রামে উপস্থিত হয়ে কলেজে ভর্তির জন্য প্রাথমিক ভাবে নগদ পাচ হাজার টাকা প্রদান করেন এবং প্রতি মাসে তার শিক্ষার খরচ নিয়মিত প্রদানের আশ্বাস দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফকির সাহাবুদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোশারফ হুসেন, সাংবাদিক আসাদুজ্জামান, তপন বিশ্বাস, সমির বনিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *