রমজানে প্রায় ২০ বছরের প্রথা ভাঙছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টিলারসন

Slider সারাবিশ্ব

67180_Rex-Tillerson

 

 

 

 

 

প্রায় ২০ বছরের প্রথা ভাঙছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি এবার পবিত্র রমজান উপলক্ষে তার মন্ত্রণালয়ে অনুষ্ঠান করতে অস্বীকৃতি জানিয়েছেন। এক্সক্লুসিভ হিসেবে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দু’জন উচ্চ পদস্থ কর্মকর্তা এ বিষয়টি জানিয়েছেন। বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে রমজানকে সেলেব্রেট করতে একটি অনুষ্ঠানের অনুরোধ করা হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে। কিন্তু তিনি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের দু’টি বড় রাজনৈতিক পক্ষই এমন অনুষ্ঠান করে থাকে। তবে সামান্য দু’একটি ব্যতিক্রম বাদ দিলে গত প্রায় ২০ বছরের মধ্যে এ প্রথা ভাঙছেন রেক্স টিলারসন। রয়টার্স লিখেছে, ১৯৯৯ সাল থেকে রিপাবলিকান বা ডেমোক্রেট যে দলেরই পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় থাকুন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় সব বছরই ইফতার মাহফিল আয়োজন করেন অথবা পবিত্র ঈদুল ফিতরে অভ্যর্থনার আয়োজন করে আসছেন। এবারও রমজানকে সেলিব্রেট করতে ঈদুল ফিতরে অভ্যর্থনার আয়োজন করার জন্য সুপারিশ করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস অব রিলিজিয়ন অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ারস। সরকারের দু’জন কর্মকর্তা বলেছেন, সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন রেক্স টিলারসন। ওই অনুষ্ঠানের সুপারিশ করে যে মেমো পাঠানো হয়েছিল তা গত ৬ই এপ্রিল লেখা। এই মেমোটি দেখতে পেয়েছে রয়টার্স। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের এই প্রত্যাখ্যানের ফলে এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পবিত্র রমজান উপলক্ষে বড় কোন অনুষ্ঠান হচ্ছে না এমনটাই ধরে নেয়া যায়। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চায়। জবাবে একজন মুখপাত্র বলেন, আমরা এখনও ঈদুল ফিতর পর্যবেক্ষণের সম্ভাব্য সব পথ যাচাই করে দেখছি। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রমজানকে উদযাপনের জন্য সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে উৎসাহিত করা হয়েছে। ওই রিপোর্টে আরো বলা হয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনকে মুসলিম নেতাকর্মীরা ইসলামের সঙ্গে অবন্ধুত্বপূর্ণ সম্পর্কে যুক্ত বলে আখ্যায়িত করেছেন। কারণ, ক্ষমতায় যাওয়ার পর পরই তিনি সংখ্যাগরিষ্ঠ সাতটি মুসলিম দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে ট্রাম্প প্রশাসন থেকে বলা হয়েছে, তারা ইসলামি উগ্রপন্থিদের কঠোর বিরোধিতা করে। ইসলামের সঙ্গে তাদের কোন দ্বন্দ্ব নেই। এর প্রমাণ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক সৌদি আরব সফরের উদাহরণ সামনে নিয়ে আসা হয়। রয়টার্স তার রিপোর্টে বলেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পবিত্র রমজান উপলক্ষে যেসব অনুষ্ঠান আয়োজন করা হয় তাতে যোগ দেন কংগ্রেস সদস্যরা, মুসলিম সুশীল সমাজের সদস্যরা, ধর্মীয় নেতারা, মুসলিম বিশ্বের কূটনীতিকরা। যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলো ও তার জনসাধারণের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে তার প্রতীক হিসেবে এমন অনুষ্ঠান আয়োজন করা হয়। তবে এবার যদি পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এমন অনুষ্ঠানের বিষয়ে নেতিবাচক মনোভাব দেখান তাতে একটি বার্তা দেয়া হবে। যুক্তরাষ্ট্রের সাবেক একজন কূটনীতিক ফারাহ প-িতের মতে, এতে বোঝানো হবে যে, মুসলিমদের সঙ্গে সম্পর্ক জোরদার করাকে গুরুত্বপূর্ণ বলে মনে করে না এই প্রশাসন। এক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা প্রশাসন হোয়াইট হাউজে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন অনুষ্ঠান আয়োজন করেছে। ওদিকে শুক্রবার নতুন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন একটি বিবৃতি দিয়েছেন। তিনি পবিত্র রমজান শুরুকে ভক্তি, মহত্ব ও আত্ম সংযমের মাস বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটা হলো পরিবার ও অন্য বন্ধবান্ধবদের ভালবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার একটি উত্তম সময়। যাদের কিছু নেই তাদেরকে দান করার সময়। উল্লেখ্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট প্রায় ১৮ বছর আগে পবিত্র রমজানে কূটনীতিকদের নিয়ে প্রকাশ্যে অনুষ্ঠান করার রীতি চালু করেন। সেখানে পবিত্র রমজানের শিক্ষা নিয়ে আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস অব রিলিজিয়ন অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স পররাষ্ট্রমন্ত্রী টিলারসনের অফিসের কাছে একটি অনুরোধ পাঠায়। তাতে এ বছর ঈদুল ফিতরে অভ্যর্থনা সভার আয়োজনের অনুমতি চাওয়া হয়। কিন্তু তা প্রত্যাখ্যান করেন টিলারসন। এর আগে যেসব মুসলিম এমন অনুষ্ঠানে দাওয়াত পেতেন তারা বলেছেন, এখনও তারা এমন কোন দাওয়াত পান নি। ওয়াশিংটন ভিত্তিক মুসলিম সংগঠনগুলো বলেছে, তারা এরই মধ্যে এমন আমন্ত্রণ পেয়ে যেতেন। ওয়াশিংটনে মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলের মুখপাত্র রাবিয়াহ আহমেদ বলেন, তারা যদি কাউকে দাওয়াত দিতে তাহলে আমরা দাওয়াত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *