ঢাকা; প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বাইরে নিরাপত্তার দায়িত্ব পালনকালে শুক্রবার রাতে গুলিবিদ্ধ পুলিশ সদস্য আতিকুর রহমান মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আতিকুর রহমান কীভাবে গুলিবিদ্ধ হলেন, সে সম্পর্কে রাতে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আতিকুর রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গঠিত পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় নায়েক আতিকুরকে হাসপাতালে নিয়ে আসে পুলিশের একটি দল। রাত দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁকে নিয়ে আসা পুলিশ সদস্যরা জানান, গণভবনের উত্তর ফটকে মসজিদের কাছে গুলিবিদ্ধ হন আতিকুর।
এসপিবিএনের গণভবনের দায়িত্বে থাকা এক কর্মকর্তা গতকাল জানান, গণভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পৌনে ১১টার দিকে গুলিবিদ্ধ হন আতিকুর। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে, এ বিষয়ে কিছু জানা যায়নি।
কীভাবে গুলিবিদ্ধ হলেন জানতে চাইলে এসপিবিএন-২-এর পুলিশ সুপার গতকাল রাতে জানান, ‘কী করে তিনি গুলিবিদ্ধ হলেন, তা এখনো স্পষ্ট নয়। এটা সন্ত্রাসী হামলা, না দুর্ঘটনাবশত অথবা আত্মহত্যার চেষ্টা, তা কিছুই তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।’