অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে ইমার্জেন্সি জেনারেটরের ব্যবস্থা থাকলেও চালানো হয়না সেই জেনারেটর। চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। বিদ্যুৎবিহীন অবস্থায় সেবা দিতে পারছেন না ডাক্তার ও নার্সরা। হাসপাতালে ভর্তি থাকা একাধিক রোগী জানান, দিন বা রাতে বিদ্যুৎ চলে গেলেও জেনারেটর চালানো হয়না। এই গরমের মধ্যে কষ্ট করেই থাকতে হয়। কারণ আমরা গরীব, আর সরকারী হাসপাতালের লোকজনকে বলে কি লাভ হবে আমাদের কষ্টের কথা? রোগীদের সাথে থাকা আত্মীয়স্বজন বাধ্য হয়ে কেউ মোমবাতি আবার কেউ টর্চ লাইট জ¦ালাছে । এভাবেই চলছে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান অবস্থা।
এ বিষয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন এর সাথে মোবাইল ফোনে (০১৭১৬-৩৪১৫৮৫) জানতে চাইলে তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ তেল না থাকয় মাঝে মধ্যে জেনারেটর বন্ধ রাখতে হয়। তবে অপারেশনের জন্য কিছু তেল বাঁচিয়ে রাখা হয়। তিনি আরও বলেন, রাত ১২টার মধ্যে বিদ্যুৎ না আসলে জেনারেটর চালানো হবে।
তবে নির্ভরযোগ্য একটি বিশেষ সুত্রে জনা গেছে, বিদ্যুৎ চলে গেলেও রাতে কখনোই জেনারেটর চালানো হয়না।