ঝিনাইদহে চলছে দ্বিতীয় জঙ্গিবিরোধী অভিযান, প্রথমটিতে নিহত ২

Slider খুলনা জাতীয় সামাজিক যোগাযোগ সঙ্গী

102223Jhenidah

 

 

 

 

ঝিনাইদহের মহেশপুরের বজরাপুরে রবিবার ভোর থেকে জঙ্গি আস্তানায় কাউন্টার টেরেরিজমের অভিযান চলছে। অভিযানকালে আত্মঘাতী বোমা হামলায় ২ জঙ্গি নিহত হয়েছেন। আহত হয়েছেন কাউন্টার টেরেরিজমের এডিসি নাজমুল ইসলাম ও পুলিশের এসআই মহসিন ও মুজিবুর রহমান। এখনও আস্তানাটি ঘিরে রেখে অভিযন চালানো হচ্ছে। এ ঘটনায় বাড়ির মালিক জহুরুল ইসলাম, আলম ও জসিম নামের তিনজনকে আটক করা হয়েছে।

আহতদেরকে প্রথমে কোটচাদপুর হাসপাতালে ও পরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জেলা সদরের লেবুতলা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জেলার মহেশপুরের বজরাপুর গ্রামে জহুরুল ইসলাম নামের একজনের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গতরাতে বাড়িটি ঘিরে রাখা হয় এবং রবিবার সকাল থেকে অভিযান শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *