ঘটনাস্থলে থাকা ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, একটি বাড়ি ঘিরে অভিযান চালানো হচ্ছে। অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে। বাড়ির বাইরে তার গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। বাড়ির ভেতরে আরেক জঙ্গি নিহত হয়ে থাকতে পারেন।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করে বলেন, ঘিরে রাখা বাড়ি থেকে গুলির শব্দ শুনেছেন তিনি।