এবার হ্যাটট্রিক রোনালদো জুনিয়রের!

Slider খেলা সামাজিক যোগাযোগ সঙ্গী

220243junior_kalerkantho_pic

 

 

 

 

 

বাবা হলেন বিশ্ব ফুটবলের সুপারস্টার। ছোট্ট ছেলেটিও সম্ভবত সেই দিকেই যাচ্ছে। এই বয়সেই তার ফুটবল নৈপূণ্য দেখে অবাক হতে হয়। স্টাইলটাও অনেকটাই বাবার মত। বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো চ্যাম্পিয়নস লিগে পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন। গত মঙ্গলবারই আলতাটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে ম্যাচ জিতিয়েছেন। এবার বাবার পথ ধরলেন রোনালদো জুনিয়র!

সম্প্রতি ছেলের এই কীর্তির ভিডিও ইনস্টাগ্রামে রোনালদো নিজেই প্রকাশ করেছেন। ভিডিওটি দেখে তাক লেগে যেতে হয়; পর্তুগাল সুপারস্টারের মতোই দারুণ সুযোগসন্ধানী হয়ে উঠছে তার ছেলে। তার গোলের পর বেচারা গোলকিপার স্তম্ভিত! আর ছেলের এহেন কীর্তি দেখে ভিডিওর নীচে ক্যাপশনে রোনালদো লিখেছেন, “ছেলের জন্য আমার গর্ব হচ্ছে!”

কিছুদিন আগে ক্রিশ্চিয়ানো জুনিয়রের ফ্রি কিক নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। সেই ভিডিও দেখে ছেলের মাঝে বাবার ছায়া দেখতে পেয়েছিলেন সবাই। এখন হয়তো ভবিষ্যতে ফুটবলবিশ্ব আরেকজন রোনালদোকে পেতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *