উত্তরা থেকে,মাহফুজুল আলম খোকন: রাজধানীর উত্তরায় পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২ নারী ও চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করাহয়। গ্রেপ্তার কৃতরা হলেন, বরিশালের মুক্তা আক্তার (১৮) গফরগাঁও এর মাইশা মনি (২২) সিলেটের মিনহাজুল তারেক,(২৫) নরসিন্দীর ওয়ালিদ রহমান (২৩) মুন্সিগঞ্জের রবিউল ইসলাম রায়হান (২০) ও উত্তরার বাসিন্ধা মীর নাফিজ আলী (২০)। পুলিশ জানায় গুপন সংবাদেও ভিত্তিতে আমরা খবর পাই ১৩ নং সেক্টরের ৫ নং সড়কের ৩৯ নং বাড়ির তৃতীয় তলায় মাদক ও অনৈতিক কর্মকান্ডের আসর বসে। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার অপারেশন অফিসার ইন্সপেক্টর শাহ-আলমের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক এস.আই. মোঃ শাহ-ফরিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালালে সেখান থেকে দুই যুবতী ও চার যুবককে আটক করাহয়। এসময় বাড়িটিতে তল্লাসি চালিয়ে অনৈতিক কাজ ও মাদক সেবনের আলামত পাওয়া যায় বলেও জানায় পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানার অপারেশন অফিসার ইন্সপেক্টর শাহ-আলম দৈনিক জনতাকে জানান,গ্রেপ্তার কৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রধান করা হবে। বাসা বাড়িতে অনৈতিক কর্মকান্ড ও মাদকের বিষয়ে আমরা ততপর রয়েছি, যেকোন সময় এমন ঘটনার জন্য আমাদের বিশেষ টিম রয়েছে। পহেলা মে এমন ঘটনার সাথে জরিত আরো ১৭ জনকে আটকের পর তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রধান করা হয়েছে।