ঢাকা ; জাতীয় সংসদে আজ গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন সংক্রান্ত সিদ্ধান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগের বেগম ফজিলাতুন নেসা বাপ্পি এ সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রস্তাবটি গ্রহণের ঘোষণা দেন। পরে অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রস্তাবটি ভোটে দিলে এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্যে আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির বিধান রেখে একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে, এটি অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রী সভায় পেশ করা হবে। মন্ত্রী সভার অনুমোদনক্রমে আইনটি বর্তমান সংসদেই পাস করা হবে।
এর আগে এ সিদ্ধান্ত প্রস্তাবের ওপর ১০ জন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব আনেন। পরে সংশোধনীগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
আজ সংসদের বেসরকারি সদস্য দিবসে আরো ৩টি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্য শেষে সিদ্ধান্ত প্রস্তাবগুলো প্রত্যাহার করে নেয়া হয়।