চট্টগ্রামে নারী আইনজীবীকে মারধর, যুবক আটক

Slider চট্টগ্রাম সামাজিক যোগাযোগ সঙ্গী

225620Ctg_Court_kalerkantho_pic

 

 

 

 

চট্টগ্রাম প্রতিনিধি ঃ চট্টগ্রাম আদালত ভবন এলাকায় এক শিক্ষানবিশ নারী আইনজীবীকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আদালত ভবন এলাকার রেজিস্ট্রি অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

মারধরে আহত শিক্ষানবিশ আইনজীবী পারভিন আক্তার পাপিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে এ ঘটনায় আটক এস এম সোলায়মান (৩২) নগরীর বায়েজিদ থানার কুলগাঁও এলাকার মো. ইউসুফের ছেলে।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, গতকাল পাপিয়ার বিয়ে হয়েছে।
আগামীকাল বার কাউন্সিলের নিবন্ধন পরীক্ষার ফরম জমা দেওয়ার শেষ দিন। ফরম জমা দিতে আজ তিনি আইনজীবী সমিতির কার্যালয়ের দিকে আসছিলেন।

আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় বলেন, আসার পথে রেজিস্ট্রি অফিসের সামনে সোলায়মানের সঙ্গে পাপিয়ার ধাক্কা লাগে। এ সময় পাপিয়া প্রতিবাদ করায় ওই যুবক অশালীন কথা বলে। এক পর্যায়ে পাপিয়াকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় লোকজন সোলায়মানকে ধরে ফেলে।

আইনজীবী আবু হানিফ জানান, এ ঘটনার পর আইনজীবী সমিতির কয়েকজন গিয়ে ওই যুবককে সমিতির কার্যালয়ে নিয়ে আসেন। আহত শিক্ষানবিশ আইনজীবীর নাকে-মুখে জখম হয়েছে। এ ঘটনায় পাপিয়ার স্বামী সিরাজুল ইসলাম কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

সমিতির সভাপতি রতন কুমার রায় বলেন, পুলিশ এসে সমিতির কার্যালয় থেকে সোলায়মানকে নিয়ে গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, এক শিক্ষানবিশ নারী আইনজীবীকে মারধর করায় একজন যুবককে থানায় আনা হয়েছে বলে জেনেছি। এখন থানার বাইরে থাকায় এ বিষয়ে বিস্তারিত জানাতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *