গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটে বন্ধ খাল পুনুরুদ্ধার করতে বেড়ী বাঁধ কেটে স্লুইচ গেট নির্মাণের দাবিতে মানব বন্ধন কর্মসুচি পালন করেছে পানি সুবিধা-বঞ্চিত এলাকাবাসী।
এলাকাবাসী সুত্রে জানা যায় ষাট বছরের পুরোনো ভাঙ্গারহাট থেকে চলবল পর্যন্ত খালটির বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে পানি নিস্কাশন বন্ধ করে দেওয়ায় খালের দু’পাশের ৫টি গ্রামের মানুষ চরম দূর্ভোগের শিকার হচ্ছে। এই খালটি বন্ধ হয়ে যাওয়ায় পানির অভাবে ৫টি গ্রামের কয়েক হাজার একর ফসলি জমির চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে এবং আটকে থাকা পচাঁ পানি ব্যাবহারের ফলে এলাকার মানুষ প্রায়ই পানি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে।
মানববন্ধনে স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবু ভীম চন্দ্র বাড়ৈ বলেন, পানির অভাবে এই এলাকার জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে, উপরোক্ত কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি এলাকাবাসীর স্বার্থে জরুরী ভিত্তিতে একটি স্লুইচগেট নির্মাণ করা হোক।
এছাড়া মানব বন্ধনে বক্তব্য রাখেন বাবু তপন বিশ^াস, মিন্টু শেখ, পলাশ বিশ^াস, আমল বিশ^াস প্রমুখ।