ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা, বড়গুলো চলবে

Video News কৃষি, পরিবেশ ও প্রকৃতি জাতীয় সামাজিক যোগাযোগ সঙ্গী
e7ddbde73cd18083dd0ed2da8666aa8d-58fdc9380c2c0
বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর নৌবন্দর সদরঘাট থেকে লঞ্চ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে বিআইডব্লিউটিএ।পরিস্থিতি খারাপ থাকায় সকাল সাড়ে দশটা থেকে বেলা দুটা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। দুটার পর বড় লঞ্চগুলোর চলাচলে অনুমোদন দেওয়া হলেও নিষেধাজ্ঞা বহাল রয়েছে ছোট লঞ্চগুলোর ওপর।
বিআইডব্লিউটিএ’র যুগ্মপরিচালক জয়নাল আবেদীন  বলেন, ‘সকাল সাড়ে দশটা থেকে বেলা দুটা পর্যন্ত কোনও লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যেতে দেওয়া হয়নি।কারণ এখন কালবৈশাখীর মাস। আবহাওয়া খারাপ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বেলা দুটার পর ১৫০ ফুটের বেশি দৈর্ঘের লঞ্চগুলোর চলাচলে অনুমোদন দেওয়া হয়েছে। আর ১০০ ফুটের কম দৈর্ঘের লঞ্চের চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
তিনি জানান, ‘বর্তমানে নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত চলছে। বড় লঞ্চগুলো এই সংকেতের মধ্যেও চলাচল করতে পারে।’
অন্যদিকে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার কর্মকর্তা হান্নান খান জানান, আবহাওয়া খারাপ থাকায় সকাল থেকে লঞ্চ চলাচলের ওপর নিয়ন্ত্রণ চলছে। সকালে ১০টি লঞ্চ সদরঘাট থেকে চাঁদপুর, ওয়াপদা, সুরেশ্বর, বাংলাবাজার ও ডামুড্যা রুটের কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে। তিনি বলেন, ‘বিআইডব্লিউটিএ নিষেধাজ্ঞা শিথিল করায় ঈগল নামের একটি লঞ্চ বর্তমানে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *