মাসুদ পারভেজ (কাপাসিয়া প্রতিনিধি) মরিয়ম ফাউন্ডেশন এর কর্ন ধর শিল্পপতি জনাব আমল আহমেদ গরিব দুখি মানুষদের জন্য প্রতিটি ইউনিয়নে ১৩ টি করে পানি কল দেয়ার জন্য অনুদান ঘোষনা করেন।আর এর ই ধারাবাহিকতায় শুরু হয় ইউনিয়নে কল বিতরন আর এই কল বিতরনের জন্য মরিয়ম ফাউন্ডেশন পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয় কাপাসিয়া কলেজের সাবেক ভিপি জনাব হাফিজুল হক চৌধুরী আইয়ুবকে । তিনি প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার দের হাতে এই পানির কল বুঝিয়ে দেন যাতে করে গরিব অসহায় মানুষ পানির জন্য কষ্ট না করেন। হাফিজুল হক চৌধুরী গ্রাম বাংলা নিউজ কে বলেল বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী বংগ তাজ তাজ উদ্দিনের আহম্মদ এর ভাগিনা শিল্পপতি জনাব আলম আহম্মদ যে মহত উদ্যগ নিয়েছেন আমরা তাকে সাদুবাধ জানাই আর এর ই মাঝে কাপাসিয়া র ১১ টি ইউনিয়নের মাঝে ৫ টি ইউনিয়নে ১৩ টি করে পানির কল চেয়ারম্যানের হাতে তুলে দেন তিনি পরে চেয়ারম্যান ও মেম্বার গন ওই কল গরিব দের মাঝে বিতরন করেন।পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন পরিষদ দেয়া হবে।