এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ” শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর ঢাকার আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্বাবধায়নে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়ে শেষ হয়।
পরে জেলা পরিষদ অডিটোরিয়ামের (বিডি হল) হলরুমে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী শুরু হয়। ৩ দিনব্যাপী ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আগামী ২১ এপ্রিল শেষ হবে বলে জানা গেছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে উক্ত র্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নলিনী মোহন্তসহ আরও অনেকে।
উল্লেখ্য, র্যালী ও আলোচনা সভায় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।