ধরুন, প্রেমিকা আপনার পাঠানো কোনো মেসেজের জবাবে কী লিখছেন বা লেখার পর মুছে ফেলছেন এবং আবার লিখছেন ইত্যাদি দেখতে পারতেন, তাহলে কেমন হতো? এবার এমনই একটি অ্যাপ পেতে যাচ্ছেন আপনি।
গুগল প্লে-তে পাওয়া যাচ্ছে ‘বিম ম্যাসেঞ্জার’ নামের ওই অ্যাপটি। এর মাধ্যমে একে অপরের কাছে কী লিখতে চাইছিলেন বা কী লিখে মুছে ফেললেন ইত্যাদি দেখা যাবে বলে জানানো হয় অ্যাপের পেজটিতে।
এই অ্যাপটি অন্যান্য মেসেজিং অ্যাপের মতো নয়। টরোন্টোভিত্তিক প্রোপালসন ল্যাবের মাধ্যমে এর কার্যকারিতা দেখানো হয়। অ্যাপটির ওয়েবসাইটে বলা হয়, বিম ম্যাসেঞ্জার এর বিশেষ বৈশিষ্ট্যগত দিক থেকে প্রথম প্রজন্ম। এটাই ‘ট্রু রিয়েলটাইম’ যোগাযোগের অ্যাপ বলে জানানো হয়েছে। এখানে আরো বলা হয়, প্রতিটি অক্ষর, প্রতিটি মুছে ফেলা অক্ষর, প্রতিটি যতিচিহ্ন রিয়েল টাইমে থাকবে আপনার হাতের মুঠোয়।
সুখের সংবাদটি হলো, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাটি একেবারে ফ্রি।
সূত্র : হিন্দুস্তান টাইমস