বর্তমান সেকেন্ডারি বাকশালও টিকতে পারবে না : রিজভী

রাজনীতি

image_152032.rijvii‘৭৫ সালের প্রাইমারি বাকশাল যেমন বেশিদিন টিকতে পারেনি তেমনিভাবে বর্তমান সেকেন্ডারি বাকশালও টিকতে পারবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, অবৈধ অনির্বাচিত সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা বলতে কিছু নেই। এদের আস্কারা পেয়ে পুলিশ প্রশাসন কাউকে তোয়াক্কা করছে না। যখন যাকে মন চাচ্ছে গ্রেপ্তার করে নির্যাতন চালাচ্ছে। এ সময় বিএনপি নেতা-কর্মীদের দমন, নির্যাতন বর্তমান অবৈধ সরকারের বিকৃত নেশায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন ও ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতিষ্ঠিত করা নিয়ে এইচ টি ইমামের মন্তব্যের কারণে নাকি অবৈধ প্রধানমন্ত্রী তার ওপর নারাজ হননি। এখনো তার ওপর পূর্ণ আস্থা রয়েছে। যাদের সাথে নিয়ে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী অপকর্ম চালিয়েছেন তাদের প্রতি তো তার আস্থা থাকবেই। এ আর নতুন কি?
সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ রবিবার যশোর জেলা বিএনপির ৪৩ নেতা-কর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের নিন্দা জানান। এবং তাদের মুক্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির অর্থ সম্পাদক আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *