শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আবর্জনার পাহাড় ধসের ঘটনায় গতরাতে চার শিশু মারা গেছে। হাসপাতালে এদের চিকিৎসা দেয়া হচ্ছিল। এই নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের নারী মুখপাত্র পুষ্প সোয়সা বলেন, শুক্রবারের দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে। তাদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে।
পুষ্প আরো বলেন, কোলোন্নাওয়া হাসপাতালে মোট ২১ জনকে ভর্তি করা হয়েছে।
দেশটিতে ঐতিহ্যবাহী উৎসব চলাকালে ৩শ’ ফুট উঁচু আবর্জনার স্তুপটি পাশের বাড়িঘরের ওপর ধসে পড়ে।