বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার প্রধান জাভা দ্বীপে পৃথক দু’টি নৌ দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে আরো পাঁচজন। খবর এএফপি।
প্রথমঘটনায়মাজালেঙ্কাএলাকায়কাঠেরতৈরিএকটিনৌকানদীতেডুবেযায়।নৌকাটিতে২২জনযাত্রীছিল।এদেরঅধিকাংশইছিলকৃষক।তারাতাদেরজমিরফসলকাটতেওইনৌকায়করেযাচ্ছিল।
স্থানীয়পুলিশেরমুখপাত্রউসরিইউনুসবলেন, এতে৯জনেরমৃত্যুহয়এবং১৩জনপ্রাণেবেঁচেযায়।
সিদোয়ার্জো জেলার সমুদ্র উপকূলে দ্বিতীয় নৌ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়।
উদ্ধারকর্মীরা নিখোঁজ পাঁচজনের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে।
স্থানীয়দুর্যোগসংস্থারপ্রধানআবুহাসানজানান, দুর্যোগপূর্ণআবহাওয়ারকবলেপড়েদ্বিতীয়নৌদুর্ঘটনাঘটে।এতেঅপরছয়জনপ্রাণেবেঁচেযায়।উল্লেখ্য, ইন্দোনেশিয়ায়প্রায়ইনৌদুর্ঘটনাঘটে।