শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘অহংকার’ ছবি মুক্তির অপেক্ষায়। এই জুটি অভিনয় করতে যাচ্ছেন আরো একটি সিনেমায়। ছবির নাম ‘রংবাজ’। পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।
ছবিতে শাকিবের সঙ্গে অভিনয়ের বিষয়টি নিয়ে বুবলী জানিয়েছেন, সবকিছু চূড়ান্ত হয়েছে, কিছুদিন আগে চুক্তি হয়েছে। তার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান।
শিগগিরই শুরু হচ্ছে ‘রংবাজ’ ছবির শুটিং। শাকিব খান বর্তমানে কলকাতায় রয়েছেন। নির্মাতা শামীম আহমেদ রনি জানিয়েছেন, পুরান ঢাকার এক রংবাজ পরিবারকে নিয়ে ছবির গল্প। আগামী ঈদকে টার্গেট করে ছবিটি নির্মাণ করা হবে।
উল্লেখ্য, ছবিটি প্রযোজনা করছেন মোজাম্মেল সরকার। শাকিব-বুবলী ছাড়াও আরো অভিনয় করবেন নূতন, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত।