বাবা কৃষ্ণরাজ রাইয়ের শেষ কাজ করার জন্য গত শনিবার ম্যাঙ্গালোর পৌঁছেছেন ঐশ্বর্যা রাই বচ্চন। সহস্র লিঙ্গেশ্বর মন্দিরে মেয়ে আরাধ্যা, মা বৃন্দা রাই ও পরিবারের বাকি সকলের উপস্থিতিতে পুজোর আয়োজন করেছিলেন নায়িকা। পুজোর পর বাবার চিতাভস্ম নদীতে ভাসিয়ে দেন তিনি।
গত ১৮ মার্চ মুম্বইতে প্রয়াত হন কৃষ্ণরাজ। ভিলে পার্লে সেবা সংস্থান শ্মশান ভূমিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শাহরুখ খান সহ একাধিক বলি তারকা সে দিন কৃষ্ণরাজের শেষকৃত্যে উপস্থিত ছিলেন। তবে ম্যাঙ্গালোরে অমিতাভ, জয়া বা অভিষেক যাননি বলেই খবর।
সূত্রের খবর, রাই পরিবার দীর্ঘদিন ধরে সহস্র লিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেন। পারিবারিক কোনও কাজের জন্য তাঁরা ওই মন্দিরেই যান। কৃষ্ণরাজের শেষ কাজেও তার ব্যতিক্রম হয়নি।