মোঃশফিকুল ইসলাম; কাপাসিয়া-শ্রীপুর সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
আজ বুধবার কাপসিয়ার ডাকবাংলো এলাকায় ওই মানববন্ধন হয়।
জানা যায়, কাপাসিয়া উপজেলা সদরের কাপাসিয়া– শ্রীপুর রাস্তার দস্যুনারায়নপুর পর্যন্ত চার কিলোমিটার রাস্তা দির্ঘ দিন যাবত চলার একেবারে অনুপযোগী হয়ে থাকলে ও দেখার যেন কেও নেই। দুটি উপজেলার যোগাযোগের এক মাত্র রাস্তা হাওয়ায় জন দুর্ভোগ চরমে পৌচেছে। প্রতি দিন স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র/ছাত্রী এবং নিত্যপ্রয়োজনে বাজারে আসা যাওয়ার অসম্ভব হয়ে পরেছে।
এমতাবস্থায় রাস্তাটি দ্রুত সংস্কার করার দাবিতে এলাকার সর্বস্তরের মানুষ আজ মানববন্ধন করে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে বড় ধরণের কর্মসূচি দেয়ারও হুসিয়ারী দেন তারা।