শ্রীপুরে কৃষকদের স্বপ্নের রাবার ড্যাম কাল হয়ে দাঁড়িছে !

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা

দদদদদদ

 

 

 

 

 

 

 

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:  দুটি নদীর ওপর দুটি রাবার ড্যাম নির্মাণের ফলে গাজীপুরের শ্রীপুর উপজেলার দুই হাজার কৃষক পরিবারের পরিবারের ভাগ্য বদলে যাবে এমন আশায় প্রায় দশ বছর পূর্বে উপজেলার বরমী ইউনিয়নের গোলাঘাট ও কাওরাইদ ইউনিয়নের সুনাব গ্রামে প্রায় কয়েক কোটি টাকা ব্যায়ে দুটি রাবার ড্যাম ও দুটি সেতু নির্মাণ করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে গাজীপুর এলজিইডি এসব নির্মাণ কাজ বাস্তবায়ন করে। তখন রাবার ড্যামের পানি ব্যবহার করে ওইসব এলাকায় উৎপাদিত হয়েছিল অতিরিক্ত প্রায় ১০ হাজার টন খাদ্যশস্য। কিন্তু দিন দিন নদীর নাব্যতা কমে যাওয়ায় এবছর বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই অতিরিক্ত বৃষ্টিতে তলিয়ে রাবার ড্যামের পানি আটকে প্রায় হাজার হেক্টর ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। রাবার ড্রাম উচকে পানি গড়িয়ে গেলেও পানি কমাতে কোন উদ্যোগ গ্রহণ করেননি সংশ্লীষ্ট কর্তৃপক্ষ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুটি ইউনিয়নের এরমধ্যে ভিটিপাড়া, বালিয়াপাড়া, কাশিজুলী, লাকচতল, ধেদুয়ার, সুনাব, ধামলই, হয়দেবপুর, জাহাঙ্গীরপুরসহ প্রায় বিশটি গ্রামের কৃষি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
ধামলই গ্রামের কৃষক মো. আনোয়ার হোসেন বলেন, আমার প্রায় কয়েক বিগা জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। রাবার ড্রাম পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের বার বার বলার পরেও পানি নিষ্কাষনের কোন উগ্যোগ নিচ্ছে না। এতে আমরা হতাশ।
লাকচতল গ্রামের কৃষক আতিক মিয়া জানান, প্রতি বছরেই এমন দূর্ভোগ তাদের পোহাতে হয়। এই সমস্যা সমাধানের জন্য তারা কৃষি অফিসে গিয়েও কোন আশার মুখ দেখতে পারেননি।

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক বাদল সরকার বলেন, আমরা বিষটি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো ।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহিউল ইসলাম জানান, এবিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুম রেজা বলেন, সংশ্লীষ্ট বিভাগের সাথে কথা বলে খুব দ্রুত সমস্যা সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *