ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে ভর্তীচ্ছু শিক্ষার্থীদের টানা অনশন চলছে। শনিবার চতুর্থ দিনের মতো টানা এ অনশনে এখন পর্যন্ত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্ধশতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। তারা সবাই ভর্তির সুযোগ চেয়ে স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীদের সাফ কথা তাদের দাবি না মানা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।
আন্দোলনরত শিক্ষার্থী সালমা বলেন, ‘আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হুট করেই কেউ হরণ করতে পারে না। আমরা তো ভর্তির জন্য আন্দোলন করছি না, আমরা ভর্তি পরীক্ষা দিতে আন্দোলন করছি।’
তাদের এ আন্দোলনকে ন্যায্য দাবি করে বিউটি আক্তার নামের আরেক আন্দোলনকারী বলেন, ‘কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেই আমরা আমাদের শরীর থেকে স্যালাইনের সিরিজ খুলে কলম নিয়ে পরীক্ষার টেবিলে বসবো। যতক্ষণ প্রাণ আছে আমরা আন্দোলন করেই যাবো।’
গত ১২ নভেম্বর থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে আন্দোলনে নেমে পড়ে। তারা সেই দিন থেকেই শহীদ মিনারের বেদিতে অবস্থান করছে।
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্ধশতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। তারা সবাই ভর্তির সুযোগ চেয়ে স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীদের সাফ কথা তাদের দাবি না মানা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।
আন্দোলনরত শিক্ষার্থী সালমা বলেন, ‘আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হুট করেই কেউ হরণ করতে পারে না। আমরা তো ভর্তির জন্য আন্দোলন করছি না, আমরা ভর্তি পরীক্ষা দিতে আন্দোলন করছি।’
তাদের এ আন্দোলনকে ন্যায্য দাবি করে বিউটি আক্তার নামের আরেক আন্দোলনকারী বলেন, ‘কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেই আমরা আমাদের শরীর থেকে স্যালাইনের সিরিজ খুলে কলম নিয়ে পরীক্ষার টেবিলে বসবো। যতক্ষণ প্রাণ আছে আমরা আন্দোলন করেই যাবো।’
গত ১২ নভেম্বর থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে আন্দোলনে নেমে পড়ে। তারা সেই দিন থেকেই শহীদ মিনারের বেদিতে অবস্থান করছে।