এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ২০ গাঁজাসহ জসিম উদ্দিন (৩০) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ ।
শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। জসিম উদ্দিন চন্দ্রপুর এলাকার আব্দুর রহমানের ছেলে। কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ২০ কেজি গাঁজাসহ জসিম উদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জসিম উদ্দিন বর্তমান পুলিশ হেফাজতে আছে এবং আগামী কাল তাকে জেল হাজতে পাঠানো হবে ।