আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে এজলাসকক্ষে নয়: হাইকোর্ট

Slider বাংলার আদালত

57275_hc

 

ঢাকা; আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে যাতে আদালতের  এজলাস কক্ষে আনা না হয়, সে বিষয়ে কারা কতৃপক্ষকে সতর্ক করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এর আগে হাইকোর্টে ডান্ডাবেড়ি পরিয়ে আসামিদের হাজির করার বিষয়ে ব্যাখ্যা দিতে গত ২৩শে ফেব্রুয়ারি এক আদেশে ঢাকার কারা উপ-মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম ও জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবিরকে তলব করেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অনুসারে গতকাল তারা আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেন। শুনানি শেষে আদালত তাদের সতর্ক করে এ আদেশ দেন।
১০ বছরের বেশি সময় বিনাবিচারে ১০ কারাবন্দির বিষয়টি ৫ই ফেব্রুয়ারি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির আইনজীবীরা। শুনানি শেষে এই ১০ জনকে কেন জামিন দেওয়া হবে না-এ মর্মে ৭ই ফেব্রুয়ারি স্বত:প্রণোদিত হয়ে রুল জারি করেন আদালত। একই সঙ্গে মামলার নথি তলব ও ১০ বন্দীকে ২৩শে ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। পরে তাদেরকে ২৩শে ফেব্রুয়ারি আদালতে হাজির করা হয়। এর মধ্যে ৪  আসামিকে লোহার ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করায় ডিআইজি প্রিজন (উপ-কারা মহাপরিদর্শক) ও জেষ্ঠ কারা তত্ত্বাবধায়ককে তলব করেন হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *