খুদে বার্তায় বলা হয়, আটক হওয়া ব্যক্তিরা আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য। তাঁদের কাছ থেকে মুক্তিপণের ছয় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা ও জাল ভিসা তৈরির সরঞ্জাম।
একই খুদে বার্তায় জানানো হয়, অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে রাজধানী থেকে ১০ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে পাচার হওয়া লিবিয়াফেরত ২৭ ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। বিস্তারিত তথ্য জানাতে সাংবাদিকদের ব্রিফ করবে র্যাব।