মরগ্যানের সেঞ্চুরিতে জয়ে শুরু ইংলিশদের

Slider খেলা

55988_Morgan

 

 

 

 

 

 

 

এউইন মরগ্যানের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফর জয়ে শুরু করলো ইংলিশরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি সফরকারীরা জিতলো ৪৫ রানে। অ্যান্টিগায় টস হেরে আগে ব্যাটে গিয়ে ৬ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ৪৭.২ ওভারে ২৫১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের দুই পেসার ক্রিস ওকস ও লিয়াম প্লাঙ্কেট চারটি করে উইকেট নেন। মোটামুটি টার্গেট সামনে নিয়ে ৩৯ রানে তিন উইকেট হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা। তবে চতুর্থ ও পঞ্চম উইকেটে লড়াইয়ে ফেরে তারা। শাই হোপ ও জেসন মোহাম্মদ চতুর্থ উইকেটে গড়েন ৬৯ রানের জুটি। হোপ ৩৮ বলে ৩১ রানে ফেরার পর পঞ্চম উইকেটে জোনাথন কার্টারকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন মোহাম্মদ। কার্টার ফেরেন ৫২ রানে। এরপর রানআউটের খাঁড়ায় পড়ে ৭ চারে ৯১ বলে ৭২ রানে ফেরেন মোহাম্মদ। শেষের দিকে দেবেন্দ্র বিশু ৬ বলে ২ ছক্কায় ১২ রান করলেও তার জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। এর আগে ইংল্যান্ডের উদ্বোধণী ব্যাটসম্যান স্যাম বিলিংস কনে ৫২ রান। আর ক্যারিয়ারের দশম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে ১১৬ বলে ১০৭ রানে ফেরেন এউইন মরগ্যান। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে এটি তার পঞ্চম সেঞ্চুরি। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে এর আগে সর্বোচ্চ ৪ ওয়ানডে সেঞ্চুরি ছিল অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুকের। পঞ্চম উইকেটে বেন স্টোকস ও মরগ্যাম যোগ করেন সর্বোচ্চ ১১০ রান। স্টোকস করেন ৬১ বলে ৫১ রান। আর ষষ্ঠ উইকেটে মরগ্যান ও মঈন আলী মাত্র ৪.৫ ওভারে ৫৩ রান যোগ করেন। মরগ্যান সেঞ্চুরি করে ফেরার পর মঈন আলী ২২ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে একই মাঠে রোববার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *