রায়ের বিরুদ্ধে হরতাল বেআইনি ও উগ্র: শিক্ষামন্ত্রী

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

80023_Hartal

গ্রাম বাংলা ডেস্ক: সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে হরতালের মতো কর্মসূচি বেআইনি, উগ্রতা ও জাতীয় স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। আজ শুক্রবার সকালে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনিএ কথা বলেন।
মন্ত্রী বলেন- শিক্ষার্থীদের রাজনৈতিক হিংস্রতার মুখে ঠেলে দিতে চাইনি বলেই পরীক্ষা পেছানো হয়েছে। পরীক্ষার সময় হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি দিয়ে প্রতিবন্ধকতা তৈরি না করারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন বলেন- যারা দেশকে পরাধীনতা ও পেছনের দিকে ঠেলে দিতে চায় তারাই ধংসাত্মক কর্মসূচি দিচ্ছে।

এসময় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপিকা ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দিলারা হাফিজ, যুগ্মসচিব জাকির হোসেন ভুইয়া, রুহি রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *