র‌্যাব বন্ধের দাবি করলেন খালেদা

ঢাকা রাজনীতি সারাদেশ

12332_1ঢাকা: গুম-খুনের সঙ্গে র‌্যাব জড়িয়ে পড়েছে এমন অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া র‌্যাব বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, “র‌্যাবকে জনগণের নিরাপত্তার জন্য গঠন করা হয়েছিল। তখন তারা ভালো কাজও করেছিল। কিন্তু এখন তাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে সরকার। তারা এখন গুম-খুনে জড়িয়ে পড়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের গুম করছে, অত্যাচার নির্যাতন করছে। তাই আমরা মনে করি এই বাহিনীর বাংলাদেশে প্রয়োজন নেই।এটা মানুষের দাবি।”

 রোববার রাতে ঢাকা মহানগরের ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিখোঁজ মো. সাজেদুল হক সুমনের শাহীনবাগের বাসায় গিযে খালেদা জিয়া এ কথা বলেন। এসময় ওই এলাকা থেকে বিভিন্ন সময় নিখোঁজ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাতজন নেতার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।সংক্ষিপ্ত বক্তব্যের আগে খালেদা জিয়া নিখোঁজদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।

 খালেদা জিয়া অভিযোগ করে বলেন, “দেশের বিভিন্ন স্থান থেকে র্যাব বিরোধী দলের নেতাকর্মীসহ মেধাবী শিক্ষার্থীদের ধরে নিয়ে যাচ্ছে পরে তাদের লাশ পাওয়া যাচ্ছে। তাই র‌্যাব এখন মানুষের নিরাপত্তার জন্য নয়, এখন মানুষ খুন করার জন্য র‌্যাব। দেশের মানুষের জানমালের নিরাপত্তা্র জন্য গঠন করেছিলাম। তারা ভালো কাজ করেছিল। কিন্তু এখন সরকার তাদের (র‌্যাব) রাজনৈতিকভাবে ব্যবহার করছে। বিরোধী দলের নেতাকর্মীদের পাচার করা, হত্যা করার কাজে ব্যবহার হচ্ছে। কাজেই সরকারের উচিত র‌্যাব যাদেরকে তুলে নিয়ে গেছে তাদের ফিরিয়ে দেয়া। অন্যথায় তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে র‌্যাবকে বলা। কারণ এখানে সরকার অবশ্যই দায়ী রয়েছে।”

 সরকারের সমালোচনা করে খালেদা বলেন, “আগে ছিল মঈন-ফখরুদ্দিনের যোগসাজসের সরকার আর এখন তারা অবৈধ। সে কারণে তারা (সরকার) একের পর এক গুম-খুন করে চলছে। এসব বন্ধ করতে হবে। আর সরকার এই র্যাবকে দিয়ে গুম খুন করাচ্ছে। তাই আমরা বলছি, বাংলাদেশে গুম-খুন বন্ধ করতে এবং রাজনৈতিভাবে র্যাব করা হচ্ছে সেজন্য এদের আর প্রয়োজন নেই। এদের বাতিল করতে হবে। এ্টা দেশের মানুষের দাবি। আর পুলিশ যে  বাহিনী আছে তাদেরকে প্রশিক্ষিত করে জনগণের বন্ধু হিসেবে কাজ করাতে হবে। তিনি বলেন, “যারা নিখোঁজ হয়েছে তাদের পরিবার এখনো মনে করেন তারা জীবিত আছেন। তাই অবিলম্বে তাদেরকে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় র্যাব এবং অবৈধ সরকারকে জবাবদিহি করতে হবে । কাঠগড়ায় দাঁড় করানো হবে।

 বিএনপি নেতা সুমনকে র‌্যাব-১ ধরে নিয়ে গেছে এমন দাবি করে তিনি বলেন, “র‌্যাব ১ রাতে ঘরে ঢুকে এদেরকে ধরে নিয়ে গেছে।তাদের গায়ে পোশাক ছিল, নেইমপ্লেট সবই ছিল। এভাবে সারাদেশে তারা (র‌্যাব) বেমালুম এসব কাজ করছে। সেজন্যই বলতে চাই র‌্যাবর আর কোনো প্রয়োজন নেই। মানুষ খুন করার জন্য তাদের গঠন করা হয়নি। র‌্যাব এখন মানুষ গুম-খুন করা চাঁদাবাজি করার জঙ্গে জড়িয়ে পড়েছে।এটা আমরা মেনে নিতে পারি না। খালেদা জিয়া অবিলম্বে র‌্যাবর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও নিখোঁজদের সন্ধান দাবি করেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *