ঘোমটা, ———–কোহিনূর আক্তার,

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সাহিত্য ও সাংস্কৃতি

16809241_1863380677254558_495851219_n

 

 

 

 

 

 

 

 

 

ঘোমটা,

———–কোহিনূর আক্তার,

বেদনা আমায় ঘোমটা দিয়েছে সে তো অসিমানায় ।

জোনাকি ক্ষুদ্র আলোয় অহংকারী,

আমার জগৎটা খুব বড় অধীর আধার বলে।

ঘোমটায় মুড়িয়ে আছে সমস্ত কষ্টের নগ্ন দেহ,

উপরের রুপ কি সব সত্যি না কি অন্য গভীর কোন রহস্য ?

একটি হাসিতে লুকিয়ে আছে,

সমস্ত সুখ হাসি কষ্ট, কিংবা আচিনা রচনা ।

ঘোমটায় মুড়িয়ে আছে আমার সদ্য নীল হৃদয় ।

ঘোমটায় মুড়িয়ে আছে আমার শূন্য ভালো বাসা,

ঘোমটায় মুড়িয়ে আছে আমার সত্য বচনে ।

কি মূর্খ তুমি ,তোমার সমাজ,

এতই কি কঠিন আমি ,বোঝনা আমায় ?

হৃদয়ে দর খুলে দাও বয়ে যাক হীনমন্যতার ঝর্ণা।

এখন কি এলোমেলো নাকি সু শ্রী মন্য ?

একটি পাঁ ফেলি আমি ,

কি নোংরা পঁচা দুর্গন্ধ পদচারণে অসহায় মনে,

তুমি কি তুমি ? নাকি বোধহীন কোন প্রানী তুল্য ?

আর জানা নেই কত কষ্ট বিলাবে ।

নাকি ভালো বাসার ঘোমটায় আমায় পরাবে ???

১৯/২/১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *